5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Realme Narzo 80x 5G একটি ভাল বিকল্প হতে পারে। রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনটি ছাড়ের সাথে কেনা যাবে। ফিচার হিসেবে রিয়েলমি নারজো ৮০এক্স ফোনে পাওয়া যাবে 6000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ওয়াটারপ্রুফ ফিচার রয়েছে। রিয়েলমি নারজো ৮০এক্স ফোনটি ছাড়ের সাথে সস্তায় কোথায় পাওয়া যাবে আসুন জেনে নেওয়া যাক।
Realme Narzo 80x 5G ফোনের নতুন দাম কত
Amazon সাইটে রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনে দেদার ছাড় পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে এই ফোনটি কুপর ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। গ্রাহকরা এই সাইটে 1500 টাকার কুপর ছাড় পাবেন। এতে কোনো আলাদা অফার প্রয়োজন হবে না।
কুপন ছাড়ের পর এই ফোনের দাম কমে 11,748 টাকা থেকে শুরু হবে। এই দামে ফোনের 6GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। বলে দি যে কোম্পানি 6GB মডেলে 1250 টাকার কুপন অফার করছে। এছাড়া 8GB+128GB স্টোরেজ মডেলে 1500 টাকার কুপর ডিসকাউন্ট পাওয়া যাবে যার পরে ফোনে দাম কমে 12,498 টাকা হয় যাবে।
রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, নারজো ৮০এক্স ৫জি ফোনটি 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সাপোর্ট করে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 950 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া।
পারফরম্যান্সের ক্ষেত্রে নারজো ৮০এক্স ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 অক্টাকোর প্রসেসরে কাজ করে। এটি 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ৫জি ফোনটি ডুয়ার রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50 মেগাপিক্সেল OMNIVISION OV50D মেইন সেন্সর দেওয়া সাথে 2 মেগাপিক্সেল পোট্রেট লেন্স পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে নারজো ৮০এক্স ৫জি ফোনটি 6000mAh ব্যাটারি সাপোর্ট করে। এটি 45W ফাস্ট চার্জিং সহ আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।