বিনোদন ডেস্ক : শ্রীদেবী, গোবিন্দা থেকে রেখা, বলিউডের এই তারকাদের এক ডাকে চেনেন গোটা দেশের মানুষ। গোটা দেশজুড়ে এই তারকাদের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স থাকলেও যদি তাদের প্রশ্ন করা হয় প্রিয় তারকাদের পদবী কী? তাহলে কেউই বলতে পারবেন না। আসলে ৯০ এর দশকের এমন অনেক বলিউড তারকা তাদের নামের পাশে পদবী ব্যবহার করতে চান না। এই তালিকায় কারা রয়েছেন এবং কেন তারা পদবী ব্যবহার করেন না চলুন জেনে নিই।
গোবিন্দা : বলিউডের কমেডি কিং বলা হয় গোবিন্দাকে। যদিও এটা তার আসল নাম কখনোই ছিল না। বলিউডে আসার জন্যই নিজের নাম পাল্টে ফেলেছিলেন তিনি। তার আসল নাম অর্জুন আহুজা। গোবিন্দার ফ্যানদের মধ্যে খুব কম মানুষই এটা জানেন।
টাবু : বলিউড সুন্দরী টাবুও তার নামের পাশে পদবী ব্যবহার করেন না। এর পেছনে অন্যতম কারণ ছিল বাবার প্রতি তার অভিমান। তার আসল নাম তাবাস্সুম ফাতিমা হাসমি। টাবুর ছেলেবেলাতেই তার বাবা অন্যত্র বিয়ে করে নতুন সংসার গড়েন। তাই নিজের নামটি ছোট করে টাবু রেখেছেন অভিনেত্রী।
শ্রীদেবী : আপনি কি জানেন এতদিন শ্রীদেবী নামটির সঙ্গে আপনার যে পরিচয় ছিল সেই নামের কোনও মানুষ আদতে নেই? শ্রী আম্মা ইয়াঙ্গের আয়্যাপান, এটাই বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আসল নাম। অভিনয় দুনিয়াতে পা রাখার জন্য তিনি নিজের নাম পরিবর্তন করে ফেলেন।
রেখা : রেখার আসল নাম ভানুরেখা গনেশন। তার বাবা জেমিনি গনেশান ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামী পরিচালক এবং অভিনেতা। কিন্তু জেমিনি কখনও রেখাকে তার সন্তান বলে স্বীকৃতি দেননি। রেখাও তাই নিজের নামের পাশে বাবার পদবী ব্যবহার করতেন না।
রজনীকান্ত : দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতাকে এক নামেই গোটা বিশ্ব চেনে। ভক্তরা ভালোবেসে তাকে নাম দিয়েছেন থ্যালাইভা। তবে তার আসল নামটাও খুব কম মানুষ জানেন। রজনীকান্তের আসল নাম শিবাজী রাও গায়কর।
কাজল : বলিউড অভিনেত্রী কাজলও পদবী ছাড়াই বিখ্যাত হয়েছেন। এই বাঙালি অভিনেত্রীর আসল নাম কাজল মুখার্জী। তিনি বিয়ে করেছেন বলিউড সুপারস্টার অজয় দেবগণকে। তাই বিয়ের পর তার নাম হয় কাজল দেবগণ। তবে বাবা কিংবা স্বামী কারও পদবী ব্যবহার করেন না কাজল।
হেলেন : বলিউড অভিনেত্রী হেলেন বিভিন্ন সিনেমাতে আইটেম ডান্স করার জন্য বিখ্যাত হয়েছেন। বর্তমানে তিনি ভারতে বসবাস করলেও আদতে জন্মসূত্রে তিনি বিদেশী। তার আসল নাম হেলেন জেইরাগ রিচার্ডসন।
ধর্মেন্দ্র : বলিউডে আসার আগে নিজের নাম পরিবর্তন করে ফেলেন ধর্মেন্দ্র। তার আসল নাম ছিল (Dharmendra Real Name) ধরম সিং দেওল। ধর্মেন্দ্র ভক্তদের মধ্যে অনেকেই সেটা জানেন না।
জিতেন্দ্র : জিতেন্দ্র আশির দশকের বলিউড সুপারস্টারদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন। তাকে গোটা দেশ জিতেন্দ্র নামে চিনলেও আদতে তার পুরো নাম জিতেন্দ্র রবি কাপুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।