৯ বছরের শিশুর বিরুদ্ধে যে অভিযোগে মামলা করলেন অভিনেত্রী

অভিনেত্রী সিমরান সাচদেবার

বিনোদন ডেস্ক : নয় বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে মামলা করেছেন টিভি ও বলিউড অভিনেত্রী সিমরান সাচদেবার। অভিযোগ, সিমরানের ৬২ বছর বয়সী মাকে সাইকেল চালানোর সময় ধাক্কা দিয়েছে শিশুটি।

অভিনেত্রী সিমরান সাচদেবার

মুম্বাইয়ের গোরেগাঁওয়ের বানারাই থানায় মামলাটি করেন সিমরান। দাবি করেন পাঁচ লাখ রুপি। ঘটনাটি সম্পর্কে জানা যায়, হাঁটতে বের হওয়ার সময় শিশুটি সাইকেল চালানোর সময় ধাক্কা লাগলে রাস্তায় পড়ে যান সিমরানের মা।

তাতে তার মায়ের পেছনের হাড় সরে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে মামলা করেন সিমরান। এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমে সিমরান জানান, তিনি ওই ছেলেটির নামে অভিযোগ করতে চাননি। অভিযোগটি ছিল ছেলেটির বাবা-মায়ের বিরুদ্ধে।

কিন্তু ছেলেটির মা শুধু একটি মেসেজ পাঠিয়ে ক্ষমা চেয়েছেন। সিমরান আরও জানান, তিনি জানতে চেয়েছিলেন বয়স্ক লোকদের হাঁটাচলার জায়গায় কেন বাচ্চাকে সাইকেল চালাতে পাঠিয়েছিলেন।

পরবর্তী সময়ে ছেলেটির মা কোনো উত্তর না দেওয়ায় মামলা করেছেন সিমরান। সিমরানের এ-ও অভিযোগ, দেড় মাস ধরে শয্যাশায়ী এই বলিউড অভিনেত্রীর বৃদ্ধ মা। তবে তার শারীরিক পরিস্থিতির কথা একবারের জন্য হলেও জানতে চাননি ছেলেটির মা-বাবা।

শিল্পার স্বামীর বিরুদ্ধে এবার বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ

এদিকে নয় বছর বয়সী ছেলেটির পরিবার মামলার বিরুদ্ধে এক শিশু কল্যাণ কমিটির দ্বারস্থ হয়েছে। সেই সংগঠনটির দাবি দুর্ঘটনাটির জন্য একজন কিশোরের বিরুদ্ধে মামলা হতে পারে না। অন্যদিকে পুলিশ জানিয়েছে ইচ্ছাকৃতভাবে নয়; বরং কেবল দুর্ঘটনাই এটি। শিগগিরই মামলাটি বন্ধ করে দেওয়া হবে।