৯ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মৌনী রায়

অভিনেত্রী মৌনী রায়

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় ৯ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে ঠিক কী ধরনের রোগের কারণে হাসপাতালে তাকে ৯ দিন কাটাতে হয়েছিল, তা জানাননি অভিনেত্রী।

অভিনেত্রী মৌনী রায়

সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে মৌনী লেখেন, ‘হাসপাতালে ৯ দিন কাটালাম। এই সময়ে চারপাশে যা দেখেছি, তার থেকে অনুভব করেছি অনেক বেশি। অবশেষে আমি বাড়ি ফিরেছি, এটা বলতে পেরেও ভালো লাগছে। আস্তে আস্তে সুস্থ হচ্ছি।

প্রিয়জনদের কাছে ফিরতে পেরে ভালো লাগছে। আমি আমার প্রিয় বন্ধুদের ধন্যবাদ জানাই, যারা ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আমার যত্ন নিয়েছেন, আমাকে শুভেচ্ছাবার্তা ও ভালোবাসা পাঠিয়েছেন। তোমাদের সবাইকে খুব ভালোবাসি।’

স্বামী সূরজের উদ্দেশ্যে লিখেছেন,‘তোমার মতো আর একজনও নেই। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ।’পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, হাতে স্যালাইনের চ্যানেল করা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে মৌনী।

তার হাত ধরে রয়েছেন এক প্রিয়জন। কখনো পোষ্যের কাছে, কখনো আবার অনলাইনে লুডো খেলে হাসপাতালে সময় কাটিয়েছেন অভিনেত্রী। এই কঠিন সময়ে তার পাশে ছিলেন স্বামী সূরজ নাম্বিয়ার।

নাগিন সিরিয়াল দিয়ে জনপ্রিয়তা পাওয়া মৌনী এখন দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডে। ছোটপর্দার পরিচিত মুখ এখন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ‘তুম বিন-২’, ‘কেজিএফ’-এর মতো সিনেমার গানে কোমর দুলাতে দেখা গিয়েছে তাকে।

৩ সেকেন্ডেই ৪০ কিলোমিটার, দেরি না করে এখনই দেখে নিন এই বাইকের সুবিধা

গত বছর পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিব’ সিনেমায় কাজ করে দর্শকের নজরকাড়েন তিনি। ওই সিনেমায় রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন মৌনী।