বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমির জিটি নিও সিরিজের ফোন বেশ জনপ্রিয়। এরমধ্যে ১৫০ ওয়াটে ফাস্ট চার্জিং প্রযুক্তির রিয়েলমি জিটি নিও ৩ বাজারে জনপ্রিয়তার শীর্ষে। একই সিরিজের রিয়েলমি জিটি নিও ৫ বাজারে আসতে যাচ্ছে। ফোনটি বেশ দ্রুততম সময়ে চার্জ হবে।
রিয়েলমি জিটি নিও ৫ মডেলের ফোনটি ২৪০ ওয়াট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। মাত্র ৯ মিনিটের মধ্যেই চার্জ হবে সম্পূর্ণ ফোন। ফোন উন্মোচনের তারিখ নিশ্চিত করা না গেলেও, এই ফোনের কিছু তথ্য অনলাইনে প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, এই ফোনে থাকবে নতুন ডিজাইন। রিয়ার প্যানেলে একটি ডুয়েল-টোনড ডিজাইনের ক্যামেরা মডিউল থাকবে, যার একটি অংশ কালো এবং বাকি অংশটি সাদা রঙের। ফোনে একটি প্রসারিত আয়তক্ষেত্রাকার আইল্যান্ড থাকবে। ক্যামেরা মডিউলের ভেতরে দুটি ক্যামেরা রিং থাকবে। প্রথমটিতে প্রাইমারি ক্যামেরা সেন্সর, দ্বিতীয় রিংয়ে দুটি লেন্স দেখা যাবে।
৬.৭ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে থাকবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের এই ফোনে থাকতে পারে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।