আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় নয় মাস কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
গত জুনে আট দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন তারা। তবে যে মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সেটায় যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হওয়ায় তাদের সেখানে এতদিন থাকতে হলো।
প্রায় ১৭ ঘণ্টার সফর শেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তাদের নিয়ে ভূপৃষ্টে অবতরণ করে স্পেস এক্সের ক্যাপসুল। ফ্লোরিডার উপকূলে নেমে আসে এটি।
নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ জানিয়েছেন, ক্যাপসুলের আরোহীরা সবাই ভালো আছেন।
২০২৪ সালের জুনে শুরু হয়েছিল বুচ এবং সুনির এই অভিযান। তারা বোয়িং নির্মিত স্টারলাইনার মহাকাশযানের প্রথম মানববাহী পরীক্ষামূলক ফ্লাইটের অংশ হিসেবে আইএসএস-এ যাচ্ছিলেন। কিন্তু যাত্রাপথে যানের কারিগরি সমস্যা দেখা দিলে সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
পরিস্থিতি বিবেচনায় স্টারলাইনার খালি অবস্থায় সেপ্টেম্বরের শুরুতে ফিরে আসে। ফলে বুচ এবং সুনিকে আইএসএস-এ থেকে যেতে হয় এবং ফেরার জন্য নতুন একটি যান খুঁজতে হয়।
এই দীর্ঘ সময়কে বুচ এবং সুনি ইতিবাচকভাবেই গ্রহণ করেন।
পরে নাসা সিদ্ধান্ত নেয় যে, তাদের পরবর্তী স্পেসএক্স মিশনেই বুচ ও সুনিকে ফেরানো হবে। সে অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে আসা স্পেসএক্স ক্যাপসুলটি ছিল চারজনের জন্য, তবে দুটি আসন খালি রাখা হয় তাদের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।