আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে দুজন নারীসহ ৯ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যভিচারসহ একাধিক অপরাধের প্রমাণ রয়েছে বলে জানিয়েছে তালেবানের সুপ্রিম কোর্ট। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল বুধবার তালেবান কর্তৃপক্ষ জানায়, পাঁচজনকে ব্যভিচার, সমকামিতা এবং ডাকাতির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের প্রত্যেককে ৩৯টি বেত্রাঘাত এবং দুই থেকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে দণ্ডপ্রাপ্তদের মধ্যে নারী আছে কি না সে বিষয়ে কিছু বলা হয়নি।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের বিভিন্ন ক্রীড়া স্টেডিয়ামে শত শত নারী-পুরুষকে বেত্রাঘাত করা হয়েছে। চলতি বছরের জুনে দেশটির নেতারা ব্যভিচার ও সমকামিতার মতো ‘অনৈতিক অপরাধের’ দায়ে উত্তরের জনবহুল এক স্টেডিয়ামে ১৪ জন নারীসহ ৬৩ জনকে গণবেত্রাঘাত করে।
এই মৃত্যুদণ্ড এবং শারীরিক শাস্তি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অবিলম্বে এই শাস্তিগুলোর অবসানের জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রতিবাদ ও আহ্বান জানানো হয়েছে।
তালেবান নেতারা তাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে রক্ষা করে যুক্তি দেখিয়েছেন, এটি ইসলামি শরিয়া আইনের ব্যাখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ। তারা আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং জনজীবনে প্রবেশাধিকারের উপর তাদের বিধিনিষেধের সমালোচনারও প্রত্যাখ্যান করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।