আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় তীব্র ঝড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে ৯ জন নিহত হয়েছেন। প্রচণ্ড বৃষ্টিতে কয়েকটি এলাকায় শত শত বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ৯ জনের মধ্যে ৭ জনই নিহত হয়েছে মারি-এল অঞ্চলে লেক ইয়ালচিকের কাছের ক্যাম্পিংয়ের জায়গায়। আহত হয়েছে আরও ৭৬ জন। খবর ওয়াশিংটন পোস্ট ও দ্য গার্ডিয়ানের।
টেলিগ্রামে মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিতে দেখা গেছে, ঝড়ে তছনছ হয়ে গেছে তাঁবু। গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িও।
কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে ৫২০ টি বসতবাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ৪১ টি আবাসিক ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাশিয়ার ৮ টি ভিন্ন ভিন্ন অঞ্চলে সামাজিক সেবা প্রদান করা ৭ টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।