জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে অন্তত ২২ জন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার পরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকার সাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে ৮ জন শিশু-কিশোর নারী ও একজন পুরুষ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে।
টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকাডুবির ঘটনায় ৯ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
‘দীর্ঘ কয়েকটা বছর মানুষ ভাবতেও ভয় পেত, ছেলেমেয়েরা আমাদের মুক্তি দিল’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি গণমাধ্যমকে বলেন, সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় জেলেরা ৯ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা করেছে। যেহেতু বাংলাদেশে এক অদ্ভূত পরিস্থিতি চলছে। তাই আমরা স্থানীয় জনপ্রতিনিদের কথা বলে মরদেহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।