আন্তর্জাতিক ডেস্ক : গত ৯ বছরে হালিমা মুস্তাফা ও থাইসির আবদুল করিমের জন্য ১৪ মার্চ একটি বিশেষ দিন হিসেবে দাঁড়িয়েছে। কেননা এই দিনেই পর পর ৩ সন্তানের বাবা-মা হয়েছেন আবুধাবিতে বসবারকারী ভারতের কেরালার এই দম্পতি।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় খালিজ টাইমস।
তিন সন্তানের মা হালিমা বলেন, আমরা সত্যি রোমাঞ্চিত। ১৪ মার্চ একই দিনে আল্লাহ আমাদের তৃতীয় সন্তান দান করেছেন। এটি একটি অবিশ্বাস্য অনুভূতি। এই পবিত্র রমজান মাসটি পরিবারের জন্য অতিরিক্ত বিশেষ হয়ে উঠেছে।
বাবা থাইসির আবদুল করিম বলেন, বড় মেয়ে তানিশার বয়স এখন নয় বছর, দ্বিতীয় সন্তান (ছেলে) এমিনের বয়স পাঁচ এবং নবজাতকের বয়স দুই সপ্তাহ। প্রথম দুই সন্তানের জন্ম হয় চার বছরের ব্যবধানে এবং আমরা এই মাসে তৃতীয়বারের মতো বাবা-মা হয়েছি। এটা আল্লাহর দান। আমরা খুবই আনন্দিত।
জানা যায়, তাদের কন্যা তানিশা তাহানি ২০১৪ সালে জন্মগ্রহণ করেন এবং দুই পুত্র মুহাম্মাদ এমিন ২০১৮ সালে এবং হাইজিন হামদ এই বছরের ১৪ মার্চ।
আবুধাবির বুরজিল হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. পাথুকুট্টি মোহাম্মদ বলেছেন, এই ঘটনাটি বিরল। আমি আমার কর্মজীবনে এমন ঘটনার কথা শুনিনি। সম্ভবত এই অঞ্চলে এটিই প্রথম। শিশুটি তার নির্ধারিত তারিখে জন্মগ্রহণ করেছে। মা ও শিশু দুজনেই স্বাভাবিক ও সুস্থ আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।