বিনোদন ডেস্ক : বলিউডের ৯০ দশকে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নাম করেছিলেন রাগেশ্বরী লুম্বা তিনি অভিনয়ের পাশাপাশি গানের জগতেও খুবই সক্রিয় ছিলেন। তিনি দেখতেও খুবই সুন্দরী ছিলেন।
সে সময় অনেক ছবিতেই তাঁকে দেখা গিয়েছে। তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান এবং সুনীল শেঠির মতো অভিনেতার নায়িকা ছিলেন। একটা সময় তাঁর গান গাওয়া এবং অভিনয়ের উন্মাদনা ছিল তরুণ জগতের মনে।
ছোটবেলায় তিনি তার বন্ধুদের মধ্যে ‘ রাগজ ‘ নামে বিখ্যাত ছিলেন। তিনি ছোটবেলা থেকেই গ্লামার জগতের প্রতি আকৃষ্ট ছিলেন। খুব ছোট বয়সেই তিনি মডেলিং শুরু করেছিলেন। মাত্র ২২ বছর বয়সে রাগেশ্বরীর প্রথম অ্যালবাম ‘ দুলহানিয়া ‘ প্রকাশিত হয়েছিল। অভিনেত্রী নিজেই অভিনয় করেছিলেন। এই অ্যালবামের পরে তিনি রাতারাতি তারকা বনে গিয়েছিলেন।
বলিউডে তাঁর প্রথম ছবি ছিল ‘ আখেন ‘। ছবিটি বক্স অফিসে পুরো সুপারহিট হয়েছিল। ছবিটি সিনেমা রমরমিয়ে চলেছিল। অভিনেত্রী এরপর ‘ ম্যায় খিলাড়ি তু আনারিতে ‘ অক্ষয় কুমারের বোন এবং সাইফ আলী খানের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতেই রাগেশ্বরীর সৌন্দর্য এবং চতুরতা দর্শকরা বেশ পছন্দ করেছিল।
বলিউডের ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় পপ তারকা হিসাবে তিনি বিখ্যাত ছিলেন। অভিনেত্রী রাগেশ্বরী বিভিন্ন কনসার্টে বিদেশেও ভ্রমণ করছিলেন। যখন তিনি সাফল্যের সিড়িতে একদম উপরে, সেই সময় হঠাৎ তাঁর প্যারালাইসিস অ্যাটাক হয়। এরপর তাঁর এক পাশের পেশী সাময়িকভাবে দুর্বল হয়ে যায়। এরপর তাঁর পৃথিবীটাই পুরো বদলে গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।