৯০ দশকে এই তারকারা প্রতি ছবিতে কত টাকা পরিশ্রমিক পেতেন

সালমান খান

বিনোদন ডেস্ক : বর্তমানে তাঁরা প্রত্যেকেই বলিউডের স্টার, সুপারস্টার.. তারকারা সিনমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন এখন। ৯০-এর দশকে তারকাদের পারিশ্রমিক কেমন ছিল জানেন?

সালমান খান

বলিউড অভিনেতারা সিনেমার পাশাপাশি তাঁদের বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত। আগেকার দিনে বড় ছবির বাজেট যতটা থাকত, এখন ছবির ভিএফএক্স থেকে শুরু করে অভিনেতাদের পারিশ্রমিকে সেই টাকা চলে যায়। অন্যদিকে, বর্তমানে ছবি বক্স অফিসে প্রচুর ব্যবসা করে। সেই কারণে তারকারা সিনমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। ৯০-এর দশকে তারকাদের পারিশ্রমিক কেমন ছিল জানেন?

সালমান খান : বলিউড অভিনেতা সলমন খানকে বলিউডের ‘দাবাং’ খান বলা হয়। সলমনকে বক্স অফিসের ‘সুলতান’ও বলা হয়। ভক্তরা সলমনের ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। বর্তমানে সিনেমার জন্য় মোটা পরিশ্রমিক নেন অভিনেতা। বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন তিনি। কিন্তু ৯০-এর দশকে এক একটি ছবির জন্য ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন অভিনেতা।

শাহরুখ খান : ২০২৩ সালে শাহরুখের নতুন তিনটি ছবি মুক্তির অপেক্ষায়। ক্যামিও রোলেও বিগ বাজেটের ছবিতে দেখা যাবে তাঁকে। নব্বইয়ের দশকে রোম্যান্টিক মেজাজ দিয়েই দর্শকের মন জয় করেছেন শাহরুখ। রিপোর্ট বলছে, ৯০-এর দশকে ছবি পিছু ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন শাহরুখ।

সুনীল শেট্টি : বলিউডের ‘আন্না’ কেরিয়ারে অনেক হিট ছবিতে কাজ করেছেন। সুনীল শেট্টি দুর্দান্ত অ্যাকশন এবং সংলাপ দিয়ে ভক্তদের মুগ্ধ করেছিলেন। সুনীল শেট্টি এখনও তার ফিটনেস নিয়ে সবার সঙ্গে পাল্লা দেন। এক প্রতিবেদনের রিপোর্ট বলছে, ৯০-এর দশকে ছবি পিছু ২০ লক্ষ টাকা পরিশ্রমিক নিতেন তিনি।

আমির খান : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আজকাল আলোচনায় রয়েছেন লাল সিং চাড্ডা ছবি নিয়ে। ছবিটি যেখানে ব্যাপক পছন্দ হচ্ছে, অন্যদিকে ছবিটি বয়কটের ডাক উঠেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৯০-এর দশকে আমির খান একটি ছবির জন্য ৫৫ লক্ষ টাকা পরিশ্রমিক নিতেন।

অক্ষয় কুমার : বলিউডে জোরালো অ্যাকশন এবং কমেডি দিয়ে সবার মন জয় করেন অভিনেতা অক্ষয় কুমার। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘রক্ষা বন্ধন’। ছবিটি দর্শক ও সমালোচকদের পছন্দ হচ্ছে। যদিও অক্ষয়ের কেরিয়ার নব্বই দশকেও দুর্দান্ত ছিল। রিপোর্ট অনুযায়ী, অক্ষয় সেই সময়ে একটি ছবির জন্য ৬০ লক্ষ টাকা পরিশ্রমিক নিতেন।

অজয় দেবগণ : নব্বইয়ের দশকে একাধিক সুপারহিট ছবি দিয়েছেন অজয় দেবগণ। তাঁর সাফল্যের রেকর্ড এখনও অব্যাহত। রিপোর্ট অনুযায়ী, ৯০-এক দশকে একটি ছবির জন্য অজয় ৬৫ লক্ষ টাকা পরিশ্রমিক নিতেন।

দীপিকার বোনও দেখতে হুবহু মতই, সৌন্দর্যে হার মানাবে অভিনেত্রীদেরও

সানি দেওল : সানি দেওল এখন রাজনীতির পাশাপাশি সিনেমায়ও সক্রিয়। সানি দেওলের সিনেম্যাটিক কেরিয়ার এখন আর আগের মতো নেই। যদিও নব্বইয়ের দশকে দর্শক পর্দায় সানিকে পেয়েছে অন্যভাবে। খবরে বলা হয়েছে, সানি সেই সময় বর্ডার ছবির জন্য ৯০ লক্ষ টাকা পরিশ্রমিক নিয়েছিলেন। (ডেটা সোর্স: বুক মাই শো)