বিনোদন ডেস্ক : মাত্র ১০ দিনে বিশ্বব্যাপী ৯০১.৪৬ কোটি টাকা আয় করেছে এস এস রাজমৌলি পরিচালিত এবং রাম চরণ, জুনিয়ার এনটিআর ও আলিয়া ভাট অভিনীত ছবি ‘আরআরআর’। খুব শিগগির হয়তো আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ও সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’কে হারিয়ে আয়ের নিরিখে তৃতীয় সর্বোচ্চ ভারতীয় ছবির খেতাব জিতবে এটি। কিন্তু হারানো সম্ভব হবে না ‘দঙ্গল’ ও ‘বাহুবলী’কে।
এমনটাই বলছেন ভারতের বক্স অফিস বিশেষজ্ঞরা। ৯০০ কোটি টাকা আয় করে এরই মধ্যে আমির খানের ‘পিকে’ ছবিতে পেছনে ফেলে দিয়েছে ‘আরআরআর’। সামনে আছে আমিরের আরেক ছবি ‘সিক্রেট সুপারস্টার’ এবং সালমানের ‘বজরঙ্গি ভাইজান’। এ দুটি ছবির মোট আয় যথাক্রমে ‘৯৬৬.৮৬ কোটি এবং ৯৬৯.০৬ টাকা। অর্থাৎ, খুব দূরে নেই ‘আরআরআর’।
তবে ভারতের দক্ষিণী সিনেমার ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান বলছেন, ‘সিক্রেট সুপারস্টার’ এবং ‘বজরঙ্গি ভাইজানকে টপকাতে পারলেও ‘বাহুবলী’ ও ‘দঙ্গল’কে কিছুতেই হারাতে পারবে না রাজমৌলির ‘আরআরআর’। এই পরিচালকের আরেক ব্লকবাস্টার ‘বাহুবলী’র বিশ্বব্যাপী মোট আয় ১৮১০ কোটি টাকা। অন্যদিকে, সবার উপরে থাকা আমির খানের ‘দঙ্গল’-এর আয় ২০২৪ কোটি টাকা!
কাজেই এই দুই ছবির কাছে যেতে হলে বা তাদের টপকাতে হলে ‘আরআরআর’কে অসম্ভব সম্ভব করতে হবে। কিন্তু সেটা সম্ভব হবে না বলে জানাচ্ছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, ভারতীয় বিপ্লবী আলুরি সীতারাম রাজু (রাম চরণ) এবং কোমরাম ভীম (জুনিয়র এনটিআর) সম্পর্কে একটি কাল্পনিক গল্পগাথা রাজামৌলির ছবি ‘আরআরআর’। এই দুই স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ রাজ এবং নিজামের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ছবিতে জুনিয়র এনটিআর এবং রামচরণ ছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আছেন আলিয়া ভাট ও অজয় দেবগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।