বিনোদন ডেস্ক : ৯১ বছরে জীবনাবসান মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিতের। রবিবার দুপুর ৩ টার দিকে মুম্বাইয়ের ওরলি শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর মায়ের।
প্রয়াত মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত। বয়স হয়েছিল ৯১ বছর। মার্চ ১২, রোববার সকালে মুম্বাইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, আজ দুপুর ৩টার দিকে ওরলি শ্মশানঘাটে স্নেহলতা দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে।
মাধুরী দীক্ষিত এবং তার স্বামী শ্রীরাম নেনে একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের প্রিয় আই, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তার প্রিয়জনদের ঘিরে শান্তিতে চলে গিয়েছেন’।
চার ভাইবোন মাধুরীরা। চার ভাইবোনের মধ্যে সবথেকে ছোট মাধুরী। অভিনেত্রীর দুই দিদি এবং এক দাদা আছে। এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, ‘সিনেমায় কাজ করার পরও ঘর এলোমেলো করার জন্য মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি। এভাবেই বড় হয়েছি। এখনও বকা খাই, তবুও একই রয়ে গিয়েছি।’
গত বছর মায়ের ৯০ বছরের জন্মদিনে মাধুরী দীক্ষিত সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্ট করেছিলেন। লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আই। সবাই বলে একজন মায়ের সেরা বন্ধু তার মেয়ে। এর থেকে সঠিক আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যেসব পাঠ দিয়েছ, তোমার কাছ থেকে আমার জন্য সবচেয়ে বড় উপহার। আমি শুধুমাত্র তোমার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি’।
২০১৩ সালে মাধুরীর সঙ্গে ‘গুলাব গ্যাং’-এর জন্য একটি গান রেকর্ড করতে মেয়ে মাধুরীর সঙ্গে যোগ দিয়েছিলেন স্নেহলতা দীক্ষিতও। সেই ঘটনার কথা স্মরণ করে অনুভব সিনহা আইএএনএসকে বলেছিলেন, ‘সিনেমায় একটি গান গাওয়ার জন্য যখন আমরা মাধুরীর সঙ্গে যোগাযোগ করি, অভিনেত্রী খুশি খুশি করতে রাজি হয়ে যান। রেকর্ডিংয়ে অভিনেত্রী তার মাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। এরপরই জানতে পারি অভিনেত্রীর মা-ও খুব ভালো গান গায়। তার মাকে জিজ্ঞেস করলাম, গান গাইবেন কিনা। অবশেষে, আমরা মাধুরী এবং তার মা দুজনকেই ছবির জন্য একটি গান গেয়েছিলেন’।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।