৯২ বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে রুপার্ট মারডক

রুপার্ট মারডক

বিনোদন ডেস্ক : মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মারডক আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ৯২ বছর বয়সে দ্বিতীয় নয়, এটি রুপার্টের পঞ্চম বিয়ে। ইতিমধ্যে বাগ্দান সেরেছেন। রুপার্টের এবারের বিয়ের কনে অ্যান লেসলি স্মিথ (৬৬ )। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সাবেক পুলিশ কর্মকর্তা।

রুপার্ট মারডক

ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে অ্যানের সঙ্গে রুপার্টের প্রথম দেখা হয় গত বছরের সেপ্টেম্বরে, সেখানেই পরিচয়, পরে তা গড়ায় প্রণয়ে। এ বছরের গ্রীস্মে বিয়ে করার পরিকল্পপনা রয়েছে রুপার্ট–অ্যানের। এ ব্যাপারে রুপার্ট বলেন, প্রেমে পড়ার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানতাম যে এটাই আমার শেষ প্রেম।

অস্ট্রেলিয়ান বিমানবালা প্যাট্রিসিয়া বুকারকে রুপার্ট মারডক প্রথম বিয়ে করেছিলেন ১৯৫৬ সালে। ১৯৬৭ সালে তাদের বিচ্ছেদ হয়। ওই বছরই স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি। ১৯৯৯ সাল পর্যন্ত তাদের সংসার টিকে ছিল।

এরপর চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেন রুপার্ট। ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তারা সংসার করেন। এরপরই ওয়েন্ডির সঙ্গে বিচ্ছেদ হয় মারডকের।

২০১৬ সালে লন্ডনে রুপার্ট বিয়ে করেন সাবেক সুপার মডেল জেরি হলকে। গত বছর তাদের বিচ্ছেদ হয়েছে। প্রথম তিনটি সংসারে ছয়জন সন্তান রয়েছে রুপার্টের।

অন্যদিকে অ্যান লেসলি স্মিথের বিয়ে হয়েছিল ব্যবসায়ী, গায়ক ও টেলিভিশন নির্বাহী চেস্টার স্মিথের সঙ্গে। ১৪ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে একাই ছিলেন তিনি।

শিশুদের বিছানায় প্রস্রাবের অভ্যাস যেভাবে বদলাবেন

উল্লেখ্য, নিউজ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান রুপার্ট মারডক মাত্র ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন তিনি। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক রুপার্ট ও তার এই পরিবারের সদস্যরা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পোস্ট, ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও দ্য টাইমসের মালিক রুপার্ট।