অপো প্যাড টু ডিভাইসটি বিশ্ব বাজারে শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। অনুমোদন এবং সার্টিফিকেশন দেয় এরকম বিভিন্ন সাইটে ডিভাইসটির নাম দেখা যাচ্ছে। তবে অপো এখনো এসব সার্টিফিকেশন এর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তথ্য দেয়নি।
অপো প্যাড টু মূলত ওয়ান প্লাস প্যাডের রিব্রান্ডেড ভার্সন। গত ফেব্রুয়ারিতে তাদের ট্যাবলেট ডিভাইসটি বিশ্ববাজারে লঞ্চ করা হয়েছিল। ট্যাবলেটের দাম ছিল ৪৮৫ ডলার বা ৪০ হাজার টাকা।
আপনি যদি অপো ব্র্যান্ডের প্যাড ক্রয় করতে চান তাহলে সম্ভবত একই দামে ক্রয় করতে হবে। এ বছরের মার্চ মাসে অপো প্যাড ২ ডিভাইসটি চীনে লঞ্চ করা হয়েছিল। ডিভাইসটির অন্যতম ফিচার ছিল ডলবি ভিশন সাপোর্ট এবং ৭:৫ এক্সপেক্ট রেশিওর ডিসপ্লে।
ডিভাসটির সাইজ ছিল ১১.৬ ইঞ্চি। এ আইপিএস প্যানেলের ডিসপ্লেটির রেজুলেশন ছিল ২৮০০ গুন ২০০০ মেগাপিক্সেল। ডিভাইসটির ডিসপ্লে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করতো। কোয়ালকম স্ন্যাপড্রাগনের পরিবর্তে মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য, Oppo Pad 2-এ একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে প্যাড-এর জন্য কালারওএস ১৩ (ColorOS 13) সফ্টওয়্যার সংস্করণে রান করে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Pad 2-এ বিশাল ৯,৫১০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ৬৭ ওয়াট সুপারভোক (SuparVOOC) চার্জিং সাপোর্ট করে।
বর্তমানে এর একটি বিকল্প হিসাবে সামান্য পরিবর্তিত সফ্টওয়্যার সহ Oppo Pad 2 বাজারে শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। দুদিন আগে আইএমডিএ (IMDA)-এর সাইটে উপস্থিত হয়েছিল। আর আজ ডিভাইসটি সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে। যদিও সার্টিফিকেশন তালিকাটি এর মডেল নম্বর (OPD2202) ছাড়া, আর কোনও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।