আন্তর্জাতিক ডেস্ক : এক নতুন সমীক্ষায় দেখা গেছে সৌদি আরবের ৯৬ শতাংশ নাগরিকই চায় না ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ হোক তাদের দেশ। তারা চায় সব আরব দেশই ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করুক।
‘ওয়াশিংটন ইন্সটিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র চালানো ওই জরিপে এই তথ্য উঠে এসেছে। ইসরাইল সমর্থিত ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্কটির চালানো এই সমীক্ষায় দেখা যায় প্রায় সব সৌদি নাগরিকই তাৎক্ষণিকভাবে ইসরায়েলের সাথে সব আরব দেশের সব রকমের সম্পর্ক (কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক) ছিন্ন করার পক্ষে। তারা গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে।
সৌদির ৯১ শতাংশ নাগরিক বিশ্বাস করেন ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানীর পরেও গাজায় ফিলিস্তিনিদের জয় হয়েছে।
জরিপে অংশ নেওয়া ৮৭ শতাংশ সৌদি নাগরিকই মনে করেন সাম্প্রতিক ঘটনাপ্রবাহতে দেখা যাচ্ছে ইসরায়েল দুর্বল এবং অভ্যন্তরীণভাবে বহুভাগে বিভক্ত।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.