জুমবাংলা ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত ৯৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম দিন ২০টি ট্রাকে ৫৪ টন (৪৬০ কেজি) এবং আজ বিকেল ৪টা পর্যন্ত ১৫টি ট্রাকে ৪৫ টন (২০০ কেজি) ইলিশ রপ্তানি হয়েছে।

প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য রাখা হয় ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা। সেই হিসাবে ৬৬০ কেজি ইলিশ রপ্তানিতে দু’দিনে ৯ লাখ ৯৬ হাজার ৬০০ মার্কিন ডলার আয় হয়েছে।
বর্তমানে বেনাপোল বাজারের মাছের আড়তে এক কেজি ওজনের ইলিশ পাইকারিতে ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাবে একই আকারের ইলিশ ৫০০ টাকা কমে রপ্তানি হয়েছে ভারতে। এর কারণ জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, এ প্রশ্নের এনবিআর কর্মকর্তারা দিতে পারবেন। আমি যেটা জানি সেটা হলো, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে ১০ ডলারে প্রতি কেজির রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছিল। এখনও সেই পরিপত্র অনুযায়ীই রপ্তানি হচ্ছে। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে মিল রেখে দাম সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন।
বন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির জানান, দেশের বিভিন্ন বন্দর দিয়ে মোট ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমোদন রয়েছে। রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



