বিনোদন ডেস্ক : আইনি জটিলতার মুখে পড়েছেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপাড়ে। চিটফান্ড প্রকল্পের নামে টাকা প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে। শ্রেয়স ছাড়াও মামলা দায়ের করা হয়েছে আরও ১৪ জনের নামে। কোম্পানির এজেন্টরা গ্রামবাসীদের বেশি টাকা ফেরত দেবে বলে প্রলোভন দেখিয়ে অনেকে টাকা আদায় করেছে বলে অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেয়স এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে ‘দ্য লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফ্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যারা গ্রামবাসীদের এই কোম্পানিতে বিনিয়োগে মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছেন বলে অভিযোগ। এমনকী অল্পদিনেই টাকা দ্বিগুণ হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে দাবি তাদের।
তবে যখন থেকে এই প্রোজেক্টটি নিয়ে আইনি প্রশ্ন উঠতে শুরু করে, তখন থেকেই এলাকায় আর দেখা যায়নি এজেন্টদের বলে অভিযোগ স্থানীয়দের। ভারতের উত্তর প্রদেশের মাহোবা জেলার শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং কর্মকর্তারা বিষয়টির তদন্ত শুরু করেছেন।
https://inews.zoombangla.com/vhumi-komper-khoykhotia-kdjhgakjghajkdghadsg/
প্রসঙ্গত, আর্থিক জালিয়াতি মামলায় শ্রেয়স তলপড়ের নাম এই প্রথমবার উঠে আসেনি। চলতি বছরের শুরুতে লখনৌতে বিনিয়োগকারীদের ৯ কোটি টাকা প্রতারণার অভিযোগে তার এবং অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। যদিও এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেননি শ্রেয়স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।