Advertisement
জুমবাংলা ডেস্ক : ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কম্পানির সিইও জামাল মো. আবু নাসের করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬১ বছর। তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার গুনবতীতে।
আজ রবিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জামাল এম এ নাসের বীমা খাতের প্রথম সিইও যিনি করোনায় মারা গেলেন।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের করোনায় আক্রান্ত হয়ে গত ১২ জুন হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।