আন্তর্জাতিক ডেস্ক : ভুয়া গুজব ছড়ানোর অভিযোগে চীনের আলিবাবার কর্ণধার জ্যাক মা’র বিরুদ্ধে সমন জারি করেছে ভারতের একটি আদালত।
সম্প্রতি আলিবাবা অধীনস্থ ইউসি নিউজ এবং ইউসি ব্রাউজারের মাধ্যমে ভুয়া খবর ছড়ানোয় অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয় সংস্থাটির এক প্রাক্তন কর্মী। সেই অভিযোগের প্রেক্ষিতেই গুরুগ্রাম আদালতে মামলার শুনানি চলছে। সেই মামলাতেই জ্যাক মা’র বিরুদ্ধে সমন জারি করা হয়।
লাদাখ সীমান্তে চীন-ভারত সংঘাত চলাকালীন সময় আলিবাবার ইউসি নিউজ, ইউসি ব্রাউজারসহ মোট ৫৭টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। তাতে ভারতে যে সংস্থাগুলি ওই চীনা অ্যাপগুলির কাজকর্ম দেখাশোনা করত, তাদের কাছে লিখিত জবাব চেয়ে পাঠায় কেন্দ্র।
সম্প্রতি বিষয়টি নিয়ে গুরুগ্রাম আদালতের দ্বারস্থ হন আলিবাবার ইউসি ওয়েবের প্রাক্তন কর্মী পুষ্পেন্দ্র সিংহ পরমার। ২০ জুলাই আদালতে যে রিপোর্ট জমা দেন তিনি, তাতে বলা হয় এমন কোনও খবর যা চীনের স্বার্থ-বিরোধী ভারতে তা সেন্সর করার নির্দেশ দিয়েছিল আলিবাবা। ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজ অ্যাপের মাধ্যমে অনেক সময় ভুয়া খবরও ছড়ানো হতো, যাতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অশান্তি বাধে।
মামলার শুনানিতেই গুরুগ্রামের একটি জেলা আদালতের দায়রা বিচারক সনিয়া শেওকন্ড আলিবাবা কর্ণধার জ্যাক মা এবং সংস্থার বিভিন্ন শাখার একাধিক কর্মীকে তলব করেন। আগামী ২৯ জুলাই আদালতে উপস্থিত হতে হবে তাদের। আইনজীবী পাঠিয়েও আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন তারা। সেইসঙ্গে আলিবাবা ও সংস্থার এগজিকিউটিভদের আগামী ৩০ দিনের মধ্যে লিখিত জবাব পাঠাতে হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত।
এ নিয়ে আলিবাবার তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। জ্যাক মা-র প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে ইউসি ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘ভারতীয় বাজার এবং স্থানীয় কর্মীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। স্থানীয় আইন মেনে চলাই আমাদের সংস্থার নীতি। এই মামলা নিয়ে এখনই কিছু বলতে পারছি না আমরা।’’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।