জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হিলি খাদ্যগুদাম চত্বরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম।
হাকিমপুর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এবারে ৫৪০ টাকা প্যাকেজ মূল্যে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি করে মসুর ডাল, ১শ টাকা লিটার দরে ২ লিটার করে সয়াবিন তেল, ৭০ টাকা কেজি দরে ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এবার উপজেলার ৭ হাজার ৩৮ জনের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হচ্ছে। খোলা বাজারের চেয়ে কম দামে চিনি, তেল, ডাল ও চাল পেয়ে দারুন খুশি নিন্ম আয়ের মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।