জুমবাংলা ডেস্ক : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশ হয়েছে। এ বছর ৯৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
পাসের হার ১ম বর্ষ ৯০ দশমিক ৪৮ শতাংশ, ২য় বর্ষ ৯৪ দশমিক ৭৪ শতাংশ এবং তৃতীয় বর্ষ ৯৬ দশমিক ৫৫ শতাংশ। ফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd -তে পাওয়া যাবে।
মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস-চ্যান্সেলর এর কাছে ফল হস্তান্তর করেন।
এ বছর মেধাতালিকায় ১ম বর্ষে পিরোজপুজের ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদরাসা ও ২য় বর্ষ ও তৃতীয় বর্ষে চট্টগ্রাম জেলার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থান অর্জন করেছে।
এ বছর তিন বর্ষে সর্বমোট ১ লাখ ১৭ হাজার ২৯৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি পরীক্ষা শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে।
নিজস্ব ব্যবস্থাপনা ও সল্পসময়ে ফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন ভাইস চ্যান্সেলর । একইসাথে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
ফলাফল প্রকাশ আনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান।
ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ।
কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) মোছাব্বির মোহাম্মদ মুছা।
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী’সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।