জুমবাংলা ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (NBR) সংক্রান্ত বিষয়ে আরেকটি গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের কর ও কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “আমরা আগামী ২ জুন বাজেট উপস্থাপন করবো। এরপর এই বিষয়টি নিয়ে কাজ শুরু হবে। এনবিআরকে একটি পৃথক ইউনিট হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়া এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এটি নিয়ে অনেকগুলো কার্যক্রম রয়েছে। তখন দেখা হবে কতটুকু তাদের দাবি বাস্তবায়নযোগ্য। বাস্তব প্রেক্ষাপট, দেশের স্বার্থ ও ব্যবসায়িক সুবিধার দিক বিবেচনা করে যেটিকে অনুমোদন দেয়া হয়েছে, তা বজায় থাকবে।”
তিনি আরও বলেন, “তাদের প্রস্তাবনা যাই হোক না কেন— সেটা বিধিমালা হোক বা অন্য কোনো পদ্ধতিতে— আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করবো।”
তবে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর কোনো আলোচনা হবে না। এনবিআরের উপদেষ্টা কমিটি আছে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় বিষয়গুলো বাস্তবায়ন করবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।