জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০০৬-০৭) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ব্যাচ-৪২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নৃ-বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তাহিরা আলী মিশু সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আলীমুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়টির ৪২তম ব্যাচের ৩৩টি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ প্রতিনিধিরা অনলাইন ভোটাভুটিতে বেছে নেন তাদের যোগ্য নেতৃত্ব।
এছাড়া সিনিয়র সহসভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি’র মো. আবুল কালাম আজাদ, সহসভাপতি পদে আইন বিভাগের মোছা. রুপালী খাতুন, পদার্থবিজ্ঞানের মো. মোরশেদ আলম এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের মো. রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা’র মো. আসিফ হোসেন রনি ও ইংরেজির হাফিজ আল আসাদ নিরু নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে রসায়নের মো. তারেক আজিজ, রাষ্ট্রবিজ্ঞানে’র শেফালী সুমি এবং মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ ইনস্টিটিউট-এর মো. নাঈম নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে সমাজতত্ত্ব বিভাগের মো. আনোয়ার হোসাইন, আইন সম্পাদক পদে আইন বিভাগের মো. ওমর ফারুক (খালেদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তারেক মাহমুদ এবং দপ্তর সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি’র মোহাম্মদ বশির উল্লাহ সাইমুম নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে উদ্ভিদবিদ্যা’র মো. ইউসুফ আলী, বিবিএ ফিন্যান্স এন্ড ব্যাংকিং’র আনোয়ার হোসেন মামুন, ফরেস্ট্রির ফিরুজ উজ জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের সজীব ত্রিপুরা, ব্যবস্থাপনা বিভাগের মো. মোজাম্মেল হুসেন এবং অর্থনীতি বিভাগের ইশরাত মাহ-নুর (এশা) নির্বাচিত হয়েছেন।
পুরো নির্বাচন কার্যক্রমটি সমন্বয় ও পরিচালনা করে চবি ৪২তম ব্যাচের পদার্থবিদ্যা বিভাগের মুহাম্মদ মাহফুজুল আলম ও রাজনীতি বিজ্ঞান বিভাগের মো. শরীফুজ্জামান।
নবনির্বাচিত নেতারা ‘ব্যাচ-৪২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-কে ব্যাচের সদস্যদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গঠন করা, সংগঠনটির কার্যক্রমে আরও সৃজনশীলতা ও গতি আনয়ন করা এবং বিভিন্ন সেবামূলক কাজ করবে বলে জানিয়েছেন। ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার জন্য একটি গ্রহণযোগ্য গঠনতন্ত্র তৈরি করাসহ ব্যাচের সদস্যদের জন্য কল্যাণকর ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন।
নবনির্বাচিত সভাপতি তাহিরা আলী মিশু বলেন, এই প্লাটফর্মের জন্য একটি গ্রহণযোগ্য গঠনতন্ত্র তৈরি করাসহ ব্যাচের সদস্যদের জন্য কল্যাণকর ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব আমরা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম বলেন, আমার বিশ্বাস নতুন এই কমিটি গঠনের ফলে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, বেশ কিছু বছর ধরে চবির ৪২তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০০৬-০৭) সাবেক শিক্ষার্থীরা একইসঙ্গে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে চলছেন। ২০১১ সালে তৈরি একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে সবাই প্রথমে একসঙ্গে হতে শুরু করেন। এরপর থেকে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বহু আয়োজন করে আসছেন চবির এই সাবেকীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।