কথিত বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালের বিরুদ্ধে তদন্ত আরও বিস্তৃত করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ২৮ বছর বয়সী শান্তাকে ভারতীয় ভোটার আইডি ও আধার কার্ড রাখার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। তার বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় তদন্তকারীরা আরও গভীরে যাচ্ছেন। গোয়েন্দারা খতিয়ে দেখছেন কীভাবে শান্তা এই কার্ডগুলো পেলেন। একইসঙ্গে তারা তদন্ত করছেন সুমন চন্দ্রশীল নামের কথিত একজন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। শান্তার বন্ধু সুমন। জিজ্ঞাসাবাদের সময় উঠে এসেছে তার নাম। পুলিশ সন্দেহ করছে, শান্তা হয়তো টাকা বা অন্যান্য সুবিধার বিনিময়ে কোনো বিদেশি দেশের কাছে তথ্য পাচার করতেন। কারণ তার বিলাসবহুল জীবনযাপন, দিঘা, গ্যাংটক এবং ভারত-চীন সীমান্তের নাথুলা পাসসহ বিভিন্ন জায়গায় ভ্রমণ এবং ভিডিও শুটিং- এ সব বিষয় সন্দেহ তৈরি করছে। পুলিশ জানায়, বরিশাল থেকে যাওয়া শান্তা ২০২৩ সাল থেকে কলকাতার যাদবপুরের বিজয়গড়ে ভাড়া বাসায় থাকছিলেন।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, একজন সফল বাংলাদেশি মডেল ও অভিনেত্রী কেন ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতে বসবাস করছিলেন, তা এখনও পরিষ্কার নয়। শান্তার কাছে দু’টি আধার কার্ড পাওয়া গেছে- একটি ২০২০ সালে বর্ধমানের ঠিকানায়, আরেকটি কলকাতার ঠিকানায়। তবে তিনি এই কার্ড দু’টি কীভাবে পেলেন, সে সম্পর্কে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানান, সুমন চন্দ্রশীলকে খোঁজা হচ্ছে। বাংলাদেশি নাগরিকরা কীভাবে এত সহজে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে, সেটি একটি গুরুতর উদ্বেগের বিষয়। পুলিশ সূত্র জানায়, শান্তার বাসা তল্লাশি করতে গিয়ে তদন্তকারীরা সুমনের আধার কার্ডের বিবরণ পান, যার ঠিকানা দক্ষিণ কলকাতার সীমান্তবর্তী অঞ্চল বেহালার আনন্দগড়ে। কর্মকর্তারা বলছেন, সুমন চন্দ্রশীল বেহালার এক নারীকে বিয়ে করেছেন এবং সেই ঠিকানা ব্যবহার করেই আধার কার্ড সংগ্রহ করা হয়েছে। তবে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সুমনকে দীর্ঘদিন ধরে সেখানে দেখা যায়নি।
তদন্তে আরও জানা যায়, শান্তার বাসা থেকে একাধিক ব্যাংক নথি উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, একটি হোটেল খোলার পরিকল্পনা করছিলেন। তার জন্য ব্যাংক ঋণ নিতে চেয়েছিলেন। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই প্রকল্পে কে বা কারা অর্থায়ন করছিল এবং কোনো অংশীদার ছিল কিনা। তারা ব্যাংকে জমা দেয়া নথিগুলোও খতিয়ে দেখবেন। শান্তা দাবি করেছেন, তিনি বাংলাদেশের বেশ কয়েকটি মডেলিং প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এবং বর্তমানে একটি তেলেগু ছবিতে কাজ করছেন। এছাড়াও টলিউডের এক তারকার সঙ্গে আরেকটি সিনেমা নিয়ে আলোচনা চলছে বলেও তিনি জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।