বলিউডের অন্যতম অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি তার অন্তঃসত্ত্বা থাকা অবস্থার কিছু তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। জানান, তার অন্তঃসত্ত্বার খবরে তার সিনেমার পরিচালক খুশি হননি। বরং, তারা তাকে আরও টাইট পোশাক পরাতে বাধ্য করেন এবং ওজন বেড়ে যাওয়ার জন্য কটূক্তিও করেন।
নেহা ধুপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ লাইভ এসে এসব অভিযোগ করেন রাধিকা আপ্তে। আরও জানান, সেই পরিচালক নাকি তাকে ডাক্তারের কাছেও যেতে দেননি।
রাধিকা বলেন, ‘আমি তিন মাসের গর্ভবতী ছিলাম। আমার প্রচণ্ড খিদে পেত, তাই আমি প্রচুর খেতাম এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন, কিন্তু আমার দিকটা বোঝার পরিবর্তে সেই পরিচালক আমাকে নানাভাবে বিব্রত করতেন। আমি তা সহ্য করতাম, কিন্তু যখন সেটে ব্যথা হতো, আমি অস্বস্তি বোধ করতাম, তখন তিনি আমাকে ডাক্তার দেখাতে যেতেও দেননি। তার এই আচরণ আমাকে সত্যিই হতাশ করেছিল।’
যদিও পরিচালকটির নাম প্রকাশ করেননি, তবুও রাধিকা স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে দুঃখ দিয়েছিল। বলেন, ‘আমি বিশেষ কিছু চাইনি, শুধু একটু মানবিকতা আশা করেছিলাম।’
সাক্ষাৎকারের সময়, রাধিকা হলিউডের একজন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নেন। রাধিকা জানান হলিউডের চলচ্চিত্র নির্মাতাকে যখন তিনি জানান যে, তিনি গর্ভবতী এবং তার ওজন বাড়ছে, তখন চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘এতে কিছু যায় আসে না। আপনি গর্ভবতী এবং এই সব কিছুই স্বাভাবিক।’
রাধিকা আপ্তে গত বছর ডিসেম্বরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ২০১২ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।