হিরোর জনপ্রিয় মোটরসাইকেল প্যাশন। এই মডেলটি বেশ কয়েকটি ভার্সনে বাজারে এসেছে। এর মধ্যে অন্যতম প্যাশন প্লাস। এই বাইকের দাম হাতের নাগালে। এর মাইলেজও দুর্দান্ত। লিটারে কমছে কম ৬৬-৭০ কিলোমিটার মাইলেজ দেয়।
হিরোর এই বাইকের চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ার মূল কারণ হল এই বাইকটিতে দুর্দান্ত মাইলেজ পাওয়া যায়। আর এই বাইকের মেনটেন্যান্স খরচও অনেক কম।
আজকের দিনে দাঁড়িয়ে যখন পেট্রোলের দাম আকাশ ছুঁয়েছে, তখন এই বাইক একটি সস্তা ও সাশ্রয়ী মূল্যের বাইকের বিকল্প হয়ে উঠেছে। এই বাইকে দেওয়া আই থ্রিএস প্রযুক্তি বাইকটিকে আরও বেশি জ্বালানি সাশ্রয়ী করে তোলে। এই কারণেই এই বাইকটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য একটি ভাল পছন্দ বা বিকল্প হিসেবে অনেকেই মনে করেন।
হিরো প্যাশন প্লাসের দাম ও ভ্যারিয়েন্ট
হিরো প্যাশন প্লাসের অনেকগুলো ভ্যারিয়েন্ট বাজারে এসেছে। এদের মধ্যে ড্রাম ব্রেক ওবিডি ২বি ভ্যারিয়েন্টের দাম ভারতে ৮২ হাজার ৪৫১ রুপি। যেখানে দিল্লিতে এর অনরোড দাম রয়েছে ৯৫ হাজার রুপি। কম দামে আরও ভালো পারফরম্যান্স ও দীর্ঘ পরিসর পাওয়া যায় এই বাইকটিতে যা একে বাজেটের মধ্যে সবথেকে পছন্দের বাইকগুলোর একটি করে তুলেছে।
ইঞ্জিন, পারফরম্যান্স ও মাইলেজ
হিরো প্যাশন প্লাস বাইকে ৯৭.২ সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ওবিডি ২বি ইঞ্জিন রয়েছে যা ৭.৯১ বিএইচপি শক্তি ও ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করে। এতে ৪ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে এবং এই বাইকের সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ৮৫ কিমি।
সংস্থার দাবি অনুসারে এই বাইকে এক লিটার তেলে যাওয়া যায় ৭০ কিমি। ১১ লিটারের জ্বালানি ট্যাঙ্ক রয়েছে এই বাইকে। ফুলট্যাঙ্কে এই বাইকে যাওয়া যাবে ৭৫০ কিমি। দৈনিক যাত্রীদের জন্য তাই এই বাইক অত্যন্ত ভাল একটি বিকল্প।
কী কী ফিচার্স রয়েছে এই বাইকে
হিরো প্যাশন প্লাস বাইকে এমন অনেক ফিচার্স রয়েছে যেগুলো ব্যবহারিক ক্ষেত্রে খুবই কার্যকর। এতে রয়েছে আইথ্রিএস প্রযুক্তি, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ট্রিপ মিটার এবং ওডোমিটার, ফুয়েল গেজ, ইউএসবি চার্জিং, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফের মত ফিচার্স রয়েছে এই বাইকে।
নিরাপত্তার দিক থেকেও এই বাইকটি সেরা। হিরো প্যাশন প্লাসের সামনের ও পিছনের দুটি চাকাতেই ১৩০ মিমি-র ড্রাম ব্রেক রয়েছে যা ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম সহ বাজারে আসে। এই ব্রেকিং সিস্টেম বাইকটিকে আরও নিরাপদ করে তোলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।