রঙ ফর্সাকারী ক্রিমের বাজার এখন রমরমা। নানা চটকদার বিজ্ঞাপন, আগে-পরের ছবি দিয়ে মানুষকে প্রলুব্ধ করা, গায়ের রঙ এর উপর ভিত্তি করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এসব কিছুর মাধ্যমেই বিশেষত তরুণ প্রজন্মকে রঙ ফর্সাকারি ক্রিমের প্রতি আক্রিষ্ট করা হচ্ছে।
কিন্তু এসব ক্রিমে আসলে কি উপাদান থাকে? কি পরিমাণে এসব উপাদান দেহের জন্য নিরাপদ আর কি পরিমাণে এসব প্রোডাক্টে এদের উপস্থিতি এসব সম্পর্কে ভোক্তা অজ্ঞই থেকে যাচ্ছেন।
এসব ক্রিমের ব্যববহার যে ভয়াবহ ক্ষতিকর দিক আছে এবং দীর্ঘমেয়াদে এসব উপাদানের সংস্পর্শে থাকলে আপনার কি কি শারীরিক ও মানসিক রোগের কারণ হতে পারে এ বিষয়ে স্কিনেজ ডার্মাকেয়ারের চীফ কনসালটেন্ট ডা. তাসনিম তামান্না হক জানান, বাজারের রঙ ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে আমাদের ত্বকের মারাত্নক বিপদ হতে পারে। আর তা হল:
. সাইড এফেক্ট: রঙ ফর্সাকারী ক্রিম হিসেবে উচ্চমানের স্টেরয়েড ব্যবহৃত হচ্ছে বেশ কিছু বছর ধরে। অনেকেই হয়তো Betnovate নামটির সাথে পরিচিত বা নিজেও ব্যবহার করেছেন।
এটি মূলত একটি উচ্চমার্গীয় স্টেরয়েড (high potency steroid). স্টেরয়েড ব্যবহারের একটি সাইড এফেক্ট হচ্ছে ত্বক সাদা হয়ে যাওয়া আর এই বৈশিষ্ট্যের জন্যই এটি ত্বক ফর্সাকারী ক্রিম হিসেবে বাজারে দেদারসে বিক্রি হচ্ছে।
কিছু স্কিন ডিজিজ যেমন একজিমা, সোরিয়াসিস এসবে আমরা এধরনের স্টেরয়েড ব্যবহার করি ইনফ্লামেশন কমানোর জন্য কিন্তু সেটিও স্বল্পসময়ের জন্য ব্যবহৃত হয় কারণ স্টেরয়েড দীর্ঘমেয়াদে ব্যবহারের অনেক সাইড এফেক্ট আছে। এর মাঝে কিছু আছে স্কিনের সাইড এফেক্ট আর কিছু সিস্টেমিক সাইড এফেক্ট।
. স্কিনের সাইড এফেক্ট: ত্বক পাতলা হয়ে যাওয়া।
. কালো বর্ণ: ত্বক বিশেষত ত্বকের ভাজগুলিতে কালো বর্ণ ধারণ করা, ব্রণ বা অন্যান্য স্কিন ইনফেকশন বেড়ে যাওয়া ইত্যাদি।
. সিস্টেমিক সাইড এফেক্ট: ডক্টর এর সুপারভিশন ছাড়া লম্বা সময় স্টেরয়েড ব্যবহারে এড্রিনাল ইনসাফিশিয়েন্সি নামক একটি জটিল অবস্থা তৈরি হয়। যার ফলে কর্টিসোল নামক অতি গুরুত্বপূর্ণ একটি হরমোন তৈরি হওয়া কমে যায়।
কর্টিসোল আমাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। কর্টিসোলের অভাবে লো ব্লাড প্রেশার, মাথা ঘোরানো, অনিচ্ছাকৃত ওয়েট লস, ত্বক কালো হওয়ার মত সমস্যা দেখা দেয়। বিবাহিতদের ক্ষেত্রে যৌন সম্পর্কে অনাগ্রহ, ওভুলেশনে সমস্যার কারণে প্রেগনেন্সিতে সমস্যা এধরনের জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
কাজেই সাজেশন থাকবে কোন কিছু ব্যবহারের পূর্বে অবশ্যই লেবেল চেক করুন। লেবেল নেই বা অল্প সময়ে রঙ ফর্সা করার গ্যারান্টি দিচ্ছে এমন প্রোডাক্ট ব্যবহার থেকে দূরে থাকুন।
ডা. তাসনিম তামান্না হক
চীফ কনসালট্যান্ট (স্কিনেজ ডার্মাকেয়ার)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।