কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে এক জেলের বড়শিতে ৩৪ কেজি ৫০০ গ্রাম ওজনের এক জোড়া কোরাল মাছ ধরা পড়েছে। মাছ দুটির মূল্য ৪১ হাজার টাকা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় জেলে নুর মোহাম্মদের বড়শিতে মাছ দুটি ধরা পড়ার বিষয়টি জানান উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
নুর মোহাম্মদ জানান, শাহ পরীর দ্বীপ ঘোলার চর এলাকায় নাফ নদীর মোহনায় সকালে বড়শি ফেলেন তিনি। প্রায় তিন ঘণ্টা পর বড়শি তুলতে চেষ্টা করার সময় বড়শি ভারী অনুভব করায় পাশের একজনের সাহায্য নেন।
বড়শি টেনে তুলে দেখেন একটি কোরাল মাছ আটকা পড়েছে। এরপর আবার বড়শি ফেলেন, তিনবার ব্যর্থ হওয়ায় চতুর্থবার আবার বড়শি ফেললে আরও একটি বড় কোরাল মাছ ধরা পড়ে। সেটির ওজন প্রায় ২২ কেজি ছিল।
পরে মাছ দুটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী আজগর আলীর কাছে প্রতি কেজি ১২০০ টাকায় ৪১ হাজার টাকায় বিক্রি করা হয়।
মাছ ব্যবসায়ী আজগর আলী বলেন, “সম্প্রতি নাফ নদীতে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। নুর মোহাম্মদের কাছ থেকে ৩৪ কেজি ৫০০ গ্রাম ওজনের কোরাল মাছ দুটি ৪১ হাজার টাকায় কিনেছি।
“চট্টগ্রামে দেশি বড় কোরালের চাহিদা ও দাম বেশ ভালো। মাছ দুটি বরফ দিয়ে ফ্রিজে রেখে বেশি দামে বিক্রির আশায় চট্টগ্রাম ফিশারিঘাটে পাঠানো হবে।”
মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু হওয়ায় জেলেরা ভাল দাম পেয়ে থাকেন। এটি দ্রুত বর্ধনশীল মাছ এবং পরিবেশ ভালো থাকলে প্রতিটি মাছ ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত ওজনের হতে পারে।
তিনি আরও জানান, সরকারি নিষেধাজ্ঞা ও প্রজনন মৌসুম মেনে চলার ফলে নাফ নদীতে বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলে মনে করছেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.