জয়পুরহাটে ব্যাংকের টাকা জমা রশিদ জালিয়াতি করে সরকারি গুদাম থেকে সার উত্তোলনের সময় প্রতারণার অভিযোগে এক সার ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) রাতে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি সার গুদাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগে সূত্রে জান যায়, সোমবার পাঁচবিবি উপজেলার বিসিআইসি সার ডিলার মামুন ব্রাদার্সের মালিক পাঁচবিবি জনতা ব্যাংকে পলাশ ফার্টিলাইজারের হিসাবে ৯ লাখ টাকা জমা রশিদ প্রদান করে জয়পুরহাট সরকারি সার গুদাম অফিসে।
এদিকে, গুদাম কর্তৃপক্ষ টাকা জমার রশিদটি হাতে পেয়ে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন ওই নামে কোন টাকা জমা হয়নি। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ডিলার প্রতারণার কথা স্বীকার করেন।
খবর পেয়ে উপজেলা কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের হাতে তাকে সোপর্দ করে। এ ঘটনায় সার গুদামের কর্মকর্তা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি প্রতারণার মামলা করেছে।