Advertisement
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার নিচে আসায় ৭ দিন পর বন্ধ করা হলো বাঁধের ১৬টি জলকপাট। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সব কটি জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে।
পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারলে নিন্মাঞ্চল প্লাবিত হয়। একই সঙ্গে পানি বিপৎসীমায় পৌঁছায়। এসব কারণে গত ৫ আগস্ট মধ্যরাতে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। পরবর্তিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ধাপে ধাপে এটি সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেয়া হয়।
তিনি আরও জানান, কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল। বর্তমানে পানির উচ্চতা ১০৭. ৩৪ ফুট মীনস সি লেভেল আছে। বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে লেকে পানির উচ্চতা কমে আসছে তাই জলকপাটগুলো বন্ধ রাখা হয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.