আবির হোসেন সজল : মাদকসহ এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক মো. ইসমাইল হোসেন (৩৭) রংপুরের মিঠাপুকুর উপজেলার মুরাড়িপুর গ্রামের বাসিন্দা।
আজ পাঠানো ১৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলাঘাট চেকপোস্টে অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামানোর নির্দেশ দিলে চালক পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে গাড়িটি থামিয়ে তল্লাশি করে ভারতীয় গাঁজা, দুটি মোবাইল, নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬২ হাজার টাকা।
আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।