টানা ভারি বৃষ্টিপাতের কারণে দেশের অন্তত ১২ জেলায় নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (১৫ আগস্ট) এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারি বৃষ্টি হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুরে এবং উজানে মাঝারি থেকে ভারি বর্ষণ চলতে পারে।
রংপুর অঞ্চলে— ধরলা নদীর পানি বাড়ছে, তিস্তা ও দুধকুমার নদীর পানি সাময়িক কমলেও তৃতীয় দিনে আবারও বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
পদ্মা নদী— আগামী দুইদিন পানি বাড়বে এবং সতর্কসীমা ছুঁতে পারে। এতে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার কিছু অংশ ডুবে যেতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদী— পানি বাড়তে থাকবে অন্তত তিনদিন, এরপর দুদিন স্থিতিশীল থাকবে।
অন্যান্য নদী— নওগাঁয় আত্রাই নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে; ফলে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। সিলেটের কুশিয়ারা নদীর পানি বাড়ছে, সুরমা নদী সাময়িক কমলেও পরে আবার বৃদ্ধি পেতে পারে।
উপকূলীয় বরিশাল, খুলনা ও চট্টগ্রামে বর্তমানে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার দেখা যাচ্ছে, যা অন্তত আরও একদিন অব্যাহত থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।