‘আর্থকোয়াক’ নামে পরিচিত ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের তারকা মোহাম্মদ শালান ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। গাজার চলমান অবরোধের মধ্যেই অসুস্থ মেয়ের জন্য খাবার ও ওষুধ আনতে বেরিয়ে মঙ্গলবার প্রাণ হারান তিনি—জানিয়েছে জর্ডানের রোয়া নিউজ।
শালানের মেয়ে মারইয়ম জটিল কিডনি রোগে আক্রান্ত। মেয়ের চিকিৎসা ও খাবারের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বহুবার অনুরোধ জানালেও কোনো সাড়া পাননি তিনি। শেষ পর্যন্ত মানবিক সহায়তার খোঁজে বেরিয়ে নির্মমভাবে প্রাণ হারালেন।
শালান ফিলিস্তিনের হয়ে একাধিক আরব ও আন্তর্জাতিক বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর আগে একইভাবে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন ফুটবল দলের সাবেক তারকা সুলেইমান আল–ওবেইদ, যিনি পরিচিত ছিলেন ‘প্যালেস্টাইনের পেলে’ নামে।
গাজায় ইসরায়েলি বর্বরতায় শুধু নারী–শিশুই নয়, রেহাই মিলছে না ক্রীড়াবিদদেরও। মোহাম্মদ শালানের মৃত্যু তারই করুণ উদাহরণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।