কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে নাহিদ খান অভি (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার স্টেশন রোড এলাকার হোটেল গোল্ডেন পার্ক নামে একটি আবাসিক হোটেলের ৩য় তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে গলায় ফাঁস ও দুই হাত গামছা দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাহিদ খান অভি জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আ. হক খানের ছেলে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট থেকে অভি হোটেল গোল্ডেন পার্কে ওঠেন। তবে বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্মচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে আত্মহত্যা, তবে যেহেতু গামছা দিয়ে দুই হাত বাঁধা তাই ঘটনাটি আত্মহত্যা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।