রাবিয়া। বয়স মাত্র ১ বছর ৩ মাস । জন্মের পর থেকেই অন্য সবার মতো স্বাভাবিক না। জন্মগতভাবেই সে ভয়াবহ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীতে এসেছে—তার একটি চোখ নেই, অন্য চোখ দিয়েও আবছা দেখতে পায়। জন্মগতভাবে নাক কাটা, ঠোঁটেও বড় ধরনের ত্রুটি।
বর্তমানে রাবিয়া ভর্তি আছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে, ১০ তলার ১০০২ নং ওয়ার্ডে। চিকিৎসকরা জানিয়েছেন—তাকে বাঁচাতে হলে ৪টি বড় অপারেশন করতে হবে। এ জন্য অন্তত ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
শিশু রাবিয়ার বাবা মো. জামাল উদ্দিন একজন দিনমজুর। তাদের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কুড়িকুনিয়া গ্রামে। তাদের সংসারে ভিটেমাটি ছাড়া আর কোনো সম্পদ নেই।
সারাদিন অন্যের বাড়ি কাজ করে তিন বেলার খাবার জোগাড় করতে হিমশিম অবস্থা। এখন অসুস্থ মেয়েকে নিয়ে তার চিন্তার শেষ নেই।
জামাল উদ্দিন বলেন, আমার মেয়েকে বাঁচাতে চাই। অপারেশনের টাকা আমার সাধ্যের বাইরে। যদি সবাই কিছু সাহায্য করেন, তাহলে সমাজের অন্য বাচ্চাদের মতো আমার সন্তানও সুস্থভাবে বেঁচে থাকতে পারবে।
সহযোগিতা পাঠানোর অ্যাকাউন্ট নম্বর :
TOWHIDUL ISLAM RIDOY
20502600202096215
Islami Bank Ltd
Branch: Netrokona
যোগাযোগের নম্বর: 01743215459 (শিশু রাবিয়ার বাবা মো. জামাল উদ্দিন)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।