বলিউডের তারকাসন্তানেরা ছবিতে অভিষেক করার আগেই নেটিজেনদের আলোচনায় থাকেন। নানা পার্টি ও অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি ক্যামেরাবন্দি হয় প্রায়ই। শাহরুখ খানের কন্যা সুহানা খানও এর ব্যতিক্রম নন।
সম্প্রতি অগস্ত্য নন্দার সঙ্গে সুহানার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিলই। এর মধ্যেই সলমন খানের ভাইপোর সঙ্গে পার্টিতে মেতে উঠতে দেখা গেল সুহানাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সোহেল খানের ছেলে নির্বাণ খানের সঙ্গে নাচছেন তিনি। সেই অনুষ্ঠানে আরও ছিলেন আরবাজ খানের ছেলে আরহান খান ও সলমনের বোন অর্পিতা খান শর্মা। সবাই মিলে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন। তবে ওই পার্টিতে অগস্ত্য নন্দাকে দেখা যায়নি।
উল্লেখ্য, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সুহানার ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে দীর্ঘদিন ধরে জল্পনা রয়েছে। যদিও এ নিয়ে প্রকাশ্যে কখনোই মুখ খোলেননি তাঁরা। ২০২৩ সালে জোয়া আখতারের ‘আর্চিজ়’ ছবিতে অগস্ত্যের বিপরীতে অভিনয় করেছিলেন সুহানা। যদিও ছবিটি মুক্তির পর অভিনয়ের জন্য সমালোচিত হন শাহরুখ-কন্যা।
এখন তাঁর হাতে রয়েছে বড় পর্দার ছবি ‘কিং’। শাহরুখ খান নিজেই আগেই জানিয়েছিলেন, কন্যা সুহানা ক্যামেরার সামনে কাজ করতে বেশি আগ্রহী। তাই ভক্তরা অপেক্ষায় আছেন, এবার নতুন চরিত্রে তিনি কেমন অভিনয় করেন তা দেখার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।