গুগল আবারও চমক নিয়ে এলো স্মার্টফোনপ্রেমীদের জন্য। একসঙ্গে বাজারে উন্মোচন করেছে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং Pixel 10 Pro Fold। সিরিজটির মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে Pixel 10 Pro Fold, যা নতুন স্পেসিফিকেশন এবং ফিচারের জন্য গ্রাহকদের নজর কাড়ছে।
গুগলের নতুন Pixel 10 Series-এ যুক্ত হয়েছে এআই-সাপোর্টসহ অসংখ্য আধুনিক প্রযুক্তি। তবে সবচেয়ে আলোচিত ফিচার হলো ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট, ভয়েস ও ভিডিও কলিং সুবিধা। স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা এমনকি মোবাইল সিগন্যাল বা ওয়াই-ফাই সংযোগ না থাকলেও হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন।
গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে স্যাটেলাইট ভিত্তিক এই হোয়াটসঅ্যাপ কলিং ফিচার কিছু নির্দিষ্ট নেটওয়ার্ক ক্যারিয়ারের মাধ্যমে চালু করা হবে। তবে এই সুবিধা ব্যবহারে অতিরিক্ত চার্জ ধার্য হতে পারে।
বর্তমানে যেখানে অ্যাপল শুধু জরুরি পরিস্থিতিতে স্যাটেলাইট টেক্সট মেসেজিং সুবিধা দিচ্ছে, সেখানে গুগল সরাসরি ভয়েস ও ভিডিও কলের সুবিধা চালু করে প্রযুক্তিতে বড় পরিবর্তন আনছে। বিশেষ করে দুর্গম এলাকায় যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে এই ফিচার অত্যন্ত কার্যকর হবে।
গুগল তাদের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডলে জানিয়েছে,২৮ আগস্ট থেকে স্যাটেলাইট কলিং ফিচার চালু হবে এবং একই দিন থেকেই Pixel 10 Series বাজারে পাওয়া যাবে। ফোনে ফিচারটি সক্রিয় হলে স্ট্যাটাস বারে একটি স্যাটেলাইট আইকন দেখা যাবে, যা নির্দেশ করবে যে কলটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।