কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করে পরিবার, কাঁধে ঋণের বোঝা আছে। কিন্তু এই পরিস্থিতিতেও একের পর এক সন্তানের জন্ম দিয়ে চলেছেন ভারতের এক নারী।
রাজস্থানের উদয়পুরের ওই নারীর নাম রেখা নাম্মী। তার বয়স এখন ৫৫ বছর। এই বয়সে ১৭টি সন্তান জন্ম দিয়েছেন। রেখা নাম্মীর স্বামীর নাম কাভরা। তিনি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ১৭ সন্তানের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে জন্মের পরপরই। এখন আছে বারো জন। সন্তানদের মুখে খাবার তুলে দিতে ২০ শতাংশ সুদে টাকা ধার নিয়েছেন। জীবিতদের মধ্যে পাঁচজনের বিয়ে হয়েছে।
সতেরোতম সন্তানের জন্ম দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের কাছে মিথ্যে তথ্য দেন রেখা। কারণ, তিনি ভাবছিলেন সব সন্তানের কথা বলে দিলে স্বাস্থ্যকর্মীরা বিষয়টি ভালোভাবে নাও নিতে পারেন।
সেখানকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোশন দারাঙ্গি বলছেন, ‘‘রেখা যখন ভর্তি হয়েছিলেন, তার পরিবার জানিয়েছিলে রেখার চারটি সন্তান আছে। পরে আমরা জানতে পারি এই সন্তান রেখার সতেরোতম সন্তান।” স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চমকে গিয়েছে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।