ইন্টারনেট শপিং এখন হাতের মুঠোয়। আঙুলের ছোঁয়ায় সহজেই পাওয়া যায় নানা ধরনের জিনিস, আবার থাকে অবিশ্বাস্য ছাড়ও। তবে যাচাই-বাছাই না করে অল্প দামে কেনা পণ্য কতটা ক্ষতির কারণ হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ব্রিটেনের তরুণী মলি ওয়াটসন।
২৭ বছর বয়সী মলি মে মাসে এক বিশেষ ধরনের অন্তর্বাস অনলাইনে মাত্র হাজার টাকায় কেনেন। জুলাই মাসে বোনের অনুষ্ঠানে সেটি পরেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই কোমর, উরু এবং নিম্নাঙ্গে ভয়াবহ জ্বালা শুরু হয়। যেন অসংখ্য মৌমাছি হুল ফোটাচ্ছে শরীরে—এমনই অনুভূতি হচ্ছিল তার। শৌচাগারে গিয়ে তিনি দেখেন, অন্তর্বাসের ইলাস্টিক ব্যান্ড গলে গিয়ে রাবারের মতো ত্বকে লেগে আছে।
চিকিৎসার জন্য মলিকে ভর্তি করা হয় লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, তার দেহের একটি বড় অংশে ফার্স্ট ও সেকেন্ড ডিগ্রি বার্ন হয়েছে। দীর্ঘদিন ব্যান্ডেজ করে চিকিৎসা নিতে হয় এবং অফিসে যেতে না পেরে বাড়ি থেকে কাজ করতে বাধ্য হন মলি।
অন্তর্বাস প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযোগ জানালেও তারা কেবলমাত্র হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়। এতে ক্ষুব্ধ মলি সামাজিক মাধ্যমে লেখেন, “আমি আপনাদের টাকা চাই না, তবে আর কখনো আপনাদের সংস্থার পোশাক কিনব না।”
পরে তিনি অন্যান্য ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করেন। দেখা যায়, অনেকেই অন্তর্বাস ব্যবহারের পর চুলকানি ও জ্বালার অভিজ্ঞতা পেয়েছেন। মলি তাদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করলে সেটি ভাইরাল হয়ে যায়। সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি অবশেষে বিবৃতি দিয়ে জানায়, ওই অন্তর্বাস আর বাজারে বিক্রি করা হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।