Vivo X300 সিরিজ নিয়ে ইতিমধ্যেই স্মার্টফোন মার্কেটে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আপকামিং Vivo X300 এবং Vivo X300 Pro মডেলকে ঘিরে প্রতিনিয়ত নতুন তথ্য প্রকাশ পাচ্ছে। ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানেজার Han Boxiao সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Vivo X300 সিরিজের গুরুত্বপূর্ণ তথ্য ও একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি থেকে নিশ্চিত হওয়া গেছে যে, নতুন সিরিজটি আল্ট্রা-স্লিম ডিজাইন সহ বাজারে আসছে।
Vivo X300 সিরিজের ডিজাইন
প্রকাশিত ছবিতে দেখা গেছে, Vivo X300 সিরিজের স্মার্টফোনগুলো আসছে মাত্র 7mm পাতলা ডিজাইন নিয়ে। যদিও ডুয়েল 200MP ক্যামেরা সেন্সর এবং শক্তিশালী পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকার কারণে ব্যাক প্যানেল কিছুটা মোটা হতে পারত, তবুও কোম্পানি ফোনটিকে অত্যন্ত স্লিম রেখেছে।
কোম্পানির তথ্যমতে, Vivo X300 সিরিজে রেয়ার গ্লাস থেকে ক্যামেরা ডেকো মাত্র 1.28mm উঁচু হবে। এটি তৈরি করা হয়েছে অ্যাডভান্স কোল্ড কার্ভিং প্রসেস ব্যবহার করে। এখানে সাধারণ গ্লাসের তুলনায় তিনগুণ মোটা গ্লাস ব্যবহার করা হয়েছে, যা প্রোডাকশনে বেশি সময় ও নিখুঁততা দাবি করে। এর ফলেই ফোনটি প্রিমিয়াম এবং স্লিম লুক পেতে চলেছে।
Vivo X300 সিরিজের ক্যামেরা
Vivo X300 সিরিজে থাকবে Zeiss সহ ডুয়েল 200MP ক্যামেরা সেন্সর। এর ফলে ব্যবহারকারীরা পেতে পারেন টপ-লেভেল ফটোগ্রাফি অভিজ্ঞতা। পাশাপাশি যোগ করা হতে পারে পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা জুম এবং ডিটেইলিং কোয়ালিটিকে আরও উন্নত করবে।
Vivo X300 সিরিজের পারফরমেন্স
সবচেয়ে বড় বিশেষত্ব হলো, বিশ্বের প্রথম Dimensity 9500 প্রসেসর থাকবে এই সিরিজে। এর ফলে স্মার্টফোনের পারফরমেন্স হবে আরও শক্তিশালী এবং ফ্ল্যাগশিপ লেভেলের।
সম্ভাব্য লঞ্চ ডেট
এখনও অফিসিয়ালি লঞ্চ ডেট জানানো হয়নি। তবে লিক রিপোর্ট অনুযায়ী, 2025 সালের অক্টোবর মাসে Vivo X300 এবং Vivo X300 Pro চীনে লঞ্চ হতে পারে। এর পরেই ভারতসহ গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে এই সিরিজ।
প্রতিদ্বন্দ্বী মডেল
Vivo X300 সিরিজ লঞ্চের পর এটি বাজারে প্রতিদ্বন্দ্বী হবে Xiaomi 15 Ultra, Apple iPhone 17 Pro এবং Oppo Find X9 Pro-এর সঙ্গে। তবে Zeiss ব্র্যান্ডিং ও 200MP ডুয়েল ক্যামেরা টেকনোলজির কারণে ভিভো কিছু ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে।
কেনার জন্য উপযুক্ত কারা?
যারা আল্ট্রা-স্লিম ডিজাইন, প্রিমিয়াম ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স এবং শক্তিশালী পারফরমেন্স চান, তাদের জন্য Vivo X300 সিরিজ হতে পারে একটি দারুণ অপশন। তাই নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে কয়েক সপ্তাহ অপেক্ষা করাই সঠিক হবে। অফিসিয়াল লঞ্চ ডেট প্রকাশ পেলেই তা জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।