সুনামগঞ্জে জেলা প্রশাসনের চিঠি বিতরণ করতে যাওয়ার পথে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই জারিকারক নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে জুয়েল মিয়া এবং সুনামগঞ্জ পৌর শহরের ময়না মিয়ার ছেলে মো. সবদর আলী। তারা দুজনেই সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন। এ ছাড়া গত শুক্রবার রাত ও গতকাল শনিবার সড়কে গৃহবধূ ও জেলা প্রশাসকের দুই কর্মীসহ ৮ জনের প্রাণহানি ঘটেছে।
ময়মনসিংহ : ভালুকায় আয়ান রায়ান পরিবহনের বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা শ্যামলী বাংলা বাসের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া (চট্টগ্রাম) : পটিয়ায় পূর্রবী পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যানচালক আবদুল কাদের নিহত হয়। গতকাল উপজেলার জলুয়ার দিঘীরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। একই দিন দুপুর ১টায় উপজেলার গৈড়লার টেক এলাকায় লেগুনার চাপায় শেখ মোহাম্মদ নামে এক কৃষক নিহত হন।
চকরিয়া (কক্সবাজার) : পেকুয়ায় উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার স্টেশনে কাভার্ডভ্যানের ধাক্কায় হুমায়রা বেগম নামে এক গৃহবধূ নিহতও তার স্বামী মো. ইউসুফ। গত শুক্রবার এবিসি সড়কের হাজিবাজার স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্বনাথ (সিলেট) : বিশ্বনাথে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কুতুব উদ্দিন নামে এক অটোরিকশা চালক নিহত হয়। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টের পশ্চিমে সিলেট-সুনামগঞ্জ সড়কের শাহজালাল পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।