দুই ম্যাচের গোলখরা কাটিয়ে অবশেষে স্কোরশিটে নাম লেখালেন লিওনেল মেসি। আর সেই দুই ম্যাচে জয়ও পায়নি ইন্টার মায়ামি। এবার তার নৈপুণ্যেই ঘুরে দাঁড়াল দলটি। বুধবার সকালে মেজর লিগ সকারে (এমএলএস) সিয়াটল সাউন্ডার্সকে ৩–১ গোলে হারিয়েছে মায়ামি, গোল করলেন মেসি, করালেনও একটি।
এই ম্যাচে জয় পাওয়ার মাধ্যমে সাউন্ডার্সের বিপক্ষে লিগস কাপের ফাইনালে ০–৩ গোলের হারের প্রতিশোধও নিয়েছে হাভিয়ের মাচেরানোর দল।
এদিন ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই ম্যাচে প্রভাব রাখেন মেসি। স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে চমৎকার এক পাসে গোল করান তিনি। এরপর ৪১ মিনিটে সেই আলবার কাছ থেকেই বল পেয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৮৮০তম গোল।
চলতি বছরে এটি মেসির ৪০তম গোলে অবদান। এর মধ্য দিয়ে টানা ১৯তম বছর কমপক্ষে ৪০ গোলে অবদান রাখার কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।
বিরতির পর ৫২ মিনিটে ইয়ান ফ্রে তৃতীয় গোলটি করে ম্যাচ প্রায় নিশ্চিত করে দেন ইন্টার মায়ামির পক্ষে। যদিও ৬৯ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস একটি গোল শোধ দেন সাউন্ডার্সের হয়ে।
এর আগে গত ১ সেপ্টেম্বর লিগস কাপের ফাইনালে এই সাউন্ডার্সের বিপক্ষেই ০–৩ গোলে হেরে গিয়েছিল মায়ামি। সেদিন ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। ওই সময় লুইস সুয়ারেজ সাউন্ডার্সের এক কর্মকর্তাকে থুতু ছুড়ে মারেন, যার জেরে তাকে লিগস কাপে ছয় ম্যাচ ও এমএলএসে তিন ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। ফলে আজকের ম্যাচেও খেলতে পারেননি সুয়ারেজ।
গত শনিবার শার্লটের বিপক্ষে ০–৩ গোলে হেরে ইস্টার্ন কনফারেন্সে অষ্টম স্থানে নেমে গিয়েছিল ইন্টার মায়ামি। তবে আজকের জয়ে তারা ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও ৬ হারে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।
তবে এখনও শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি, যদিও তিন ম্যাচ কম খেলেছে মেসিদের দল।
মায়ামি ডিসি ইউনাইটেডের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২১ সেপ্টেম্বর ভোরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।