রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮ এবং এটি ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে সংঘটিত হয়। এ সময় পরপর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৫.৮ মাত্রার। তবে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় ভূমিকম্পটির মাত্রা ৭.২ বলে জানিয়েছে।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ বলেন, “সব জরুরি সেবা উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।”
উপদ্বীপের পূর্ব উপকূল, যা বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের দিকে প্রসারিত, সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। কর্মকর্তারা জানান, বিভিন্ন উপকূলীয় এলাকায় ঢেউয়ের উচ্চতা ৩০ থেকে ৬২ সেন্টিমিটার (১ থেকে ২ ফুট) পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
সলোদভ টেলিগ্রামে লিখেছেন, “আজকের সকাল আবারও কামচাটকার বাসিন্দাদের সহনশীলতার পরীক্ষা নিচ্ছে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই আমরা সামাজিক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলো দ্রুত পরিদর্শনের কাজ শুরু করেছি।”
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সুনামি সতর্কতা জারি করা হয়েছিল জাপানের উত্তরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জের কিছু অংশেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় বৈদ্যুতিক বাতি ও রান্নাঘরের আসবাবপত্র দুলছে। কয়েকজনকে রাস্তায় একত্রিত হতে দেখা গেছে।
মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রও আলাস্কার কিছু অংশে সুনামি সতর্কতা জারি করেছিল। তবে পরে তা প্রত্যাহার করা হয়।
কামচাটকা উচ্চ ভূকম্পন সক্রিয় এলাকায় অবস্থিত। শুধু গত এক সপ্তাহেই এই অঞ্চলে ৭ মাত্রার ওপরে অন্তত দুটি ভূমিকম্প হয়েছে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।