প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’। ফিলিপাইন ও তাইওয়ানের দিকে অগ্রসর এই ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে প্রশাসন।
ইয়াহু নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুনটি দ্রুত গতিতে উত্তর ফিলিপাইনের বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে। ফিলিপাইনে টাইফুনটি ‘নান্দো’ নামে পরিচিত।
রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত টাইফুনটির কেন্দ্রীয় অঞ্চলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ২৩০ কিলোমিটার ছাড়াতে পারে। ফিলিপাইনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে ঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে।
ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, তাইওয়ান কর্তৃপক্ষ হাউলিয়েন এলাকা থেকে অন্তত ৩০০ জনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তাইওয়ানের আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাতেই একটি স্থল টাইফুন সতর্কতা জারি হতে পারে এবং সোমবার সকাল থেকে উপকূলীয় অঞ্চলে আঘাত হানার শঙ্কা রয়েছে।
ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও জানান, সুপার টাইফুনের প্রভাবে লুজন দ্বীপের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের ঝুঁকি দেখা দিয়েছে। আজ রাত থেকেই এর প্রভাব শুরু হবে এবং আগামীকাল সকাল নাগাদ সবচেয়ে তীব্র আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রাজধানী ম্যানিলাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেখানে আজ দুর্নীতিবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেওয়ায় প্রশাসন বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।