বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো এক চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তবে এ সিদ্ধান্ত বিসিবির আসন্ন নির্বাচন আয়োজনে কোনো বাধা তৈরি করবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে আদেশ দেওয়া হয়।
রিটটি করেছিলেন রাজবাড়ির মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষীপুরের মঈনুদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম। তাদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো থেকে কাউন্সিলর মনোনীত হয়ে অনেক সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তবে যেসব জেলা অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দেয়নি, তাদের আবেদন বাতিল করেন সভাপতি বুলবুল। একই সঙ্গে প্রধান নির্বাহীর পরিবর্তে নিজে স্বাক্ষর করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর পাঠানোর নির্দেশ দেন তিনি। এই সিদ্ধান্ত নিয়েই গেল কয়েকদিন ধরে ক্রিকেট মহলে বিতর্ক শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।