Advertisement
খুলনায় ট্রেনের ধাক্কায় শাকিল (২২) নামে এক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় খুলনা জংশন রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল দিনাজপুরের রফিকুল ইসলামের ছেলে এবং খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি খুলনার বৈকালী এলাকার একটি মেসে থাকতেন।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাদ রহমান জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেনাপোল থেকে আসা বেতনা কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশের সময় শাকিল রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। ট্রেন আসছে বুঝতে না পেরে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে জংশন স্টেশনমাস্টারের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।