এলাকার এক তরুণীর সঙ্গে প্রেম করে পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেছিলেন আহসান হাবিব নামে এক যুবক। কিন্তু, দেড় মাস যেতেই পরিবার আর এলাকাবাসীর সামনে মাথার সব চুল চেঁছে ফেলে করলেন দুধ দিয়ে গোসল।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা।
মূলত, প্রেম করে অনেক লড়াই-সংগ্রামের পর পরিবারকে মানিয়ে বিয়ে করার পর সংসার ভেঙে যাওয়াতে মনে প্রচণ্ড আঘাত পেয়েছেন হাবিব। আর সেই কষ্টেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।
বিচ্ছেদের পর এমন উদ্ভট আয়োজন ঘিরে এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন হাবিব। শুধু এলাকাতেই নয়, ঘটনা ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ব্যতিক্রমী এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হাবিব। পারিবারিক সম্মতিতে প্রায় দেড় মাস আগে তাদের বিয়ে হয়। প্রথম দিকে সংসার ভালোই চললেও কিছুদিন না যেতেই শুরু হয় কলহ।
হাবিবের অভিযোগ, আমি অনেক টাকা খরচ করে বিদেশে গিয়েছিলাম। কিন্তু সেখানে নিজের অসুস্থতার কারণে বেশি দিন থাকতে পারিনি। ফলে সেখান থেকে অনেক টাকা লস খেয়ে চলে এসেছি। যার কারণে আমি আর্থিক অনটনের ভেতর দিয়ে যাচ্ছি। আমার স্ত্রী এখন আমার সঙ্গে থাকতে চায় না। আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বলে সে আমাকে সঙ্গ দিতে চায় না। আজকে অর্থের কাছে ভালোবাসা হেরে গেছে। যখন আমার কাছে টাকা ছিল তখন সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। আজকে টাকা নেই সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তাই সেই কষ্টে আমি দুধ দিয়ে গোসল করে কিছুটা স্বস্তি পেলাম।
বিচ্ছেদের পর নিজের বাড়ির সামনে হঠাৎই হাবিব বালতিতে করে দুধ এনে সবার সামনে বসেই গোসল করেন। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বহু স্থানীয় মানুষ, যারা এমন দৃশ্য দেখে অবাক হন।
গোসল শেষে হাবিব বলেন, ‘ভালোবাসা ছিল, কিন্তু সংসার টেকেনি। এখন নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।