আগামী ১৬ অক্টোবর চীনে লঞ্চ হচ্ছে Oppo Find X9 সিরিজ, যেখানে থাকছে Dimensity 9500 প্রসেসর, 7,500mAh ব্যাটারি ও Hasselblad-কোলাব ক্যামেরা সেটআপ। গ্লোবাল মার্কেটেও আসবে এই সিরিজ। একইসঙ্গে গ্লোবাল বাজারেও লঞ্চ করা হবে। অন্যান্য ভারত সহ অন্যান্য বাজারেও এই সিরিজ পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X9 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
Oppo Find X9 সিরিজে একটি Frost White কালার অপশন পেশ করা হবে। এই ফোনে গ্লাসের মতো টেক্সচার দেওয়ার জন্য বিশেষ ভেলভেট স্যান্ডিং প্রসেসে তৈরি করা হয়েছে। এছাড়া Velvet Red এবং Velvet Titanium কালার অপশনও লঞ্চ করা হবে। নিচে স্লাইড অ্যালবামে ফোনের ছবি দেখানো হয়েছে। জানিয়ে রাখি Velvet Red কালার অপশনে গ্লাস টেক্সচার সহ মেটালিক সাইন দেওয়া হতে পারে। তবে Velvet Titanium অপশনে মেটালিক সাইন এবং স্কিন ফ্রেন্ডলি ভেলভেটি ফিনিশ রয়েছে। এই সিরিজের Oppo Find X9 এবং প্রো মডেলে এই প্রিমিয়াম কালার অপশন থাকবে।
ফোনে squaricle ক্যামেরা মডিউল থাকবে, এতে চারটি ক্যামেরা সেন্সর এবং রিং LED লাইট দেওয়া হবে। ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম এবং পাওয়ার বাটন রয়েছে। তবে বাঁদিকের প্যানেলেও একটি বাটন দেওয়া হয়েছে। ইউজাররা এই ডিজাইনের জন্য একটি প্রিমিয়াম লুক এক্সপিরিয়েন্স করতে পারবে।
Oppo Find X9 সিরিজে নতুন MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। এটিকে OPPO এর Trinity Engine এর সঙ্গে অপ্টিমাইজ করা হয়েছে। এই প্রসেসরের মাধ্যমে হাই পারফরমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে। এই ফোনটি Android 16 এবং ColorOS 16 সহ লঞ্চ করা হবে। এই ফোনটির ডিসপ্লেতে কোম্পানির নতুন Tianma Bright Eye প্রোটেকশন ব্যাবহার করা হবে। এটি ক্ষতিকারক ব্লু লাইট কমিয়ে মাত্র 4.7% পর্যন্ত সীমিত করবে এবং 3600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Find X9 ফোনে 7,025mAh এবং Find X9 Pro ফোনে 7,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অসাধারন ক্যামেরা সেটআপ সম্পর্কেও কনফার্ম জানানো হয়েছে। একদিকে প্রো মডেলে LYT-828 সেন্সর, 200MP আল্ট্রা ক্লিয়ার টেলিফটো লেন্স, Hasselblad 8K Ultra HD ফটো ফিচার এবং নতুন LUMO সুপার পিক্সেল ইঞ্জিন থাকবে। একইসঙ্গে প্রো মডেলের জন্য Hasselblad সঙ্গে যৌথ উদ্যোগে কাস্টম ইমেজিং কিট পেশ করা হবে।
Oppo Find X9 সিরিজ আপকামিং ফ্ল্যাগশিপ Samsung Galaxy S26 এবং নতুন Xiaomi 17 সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। Oppo Find X9 Pro ফোনটি 200MP টেলিফটো ক্যামেরা, বড় ব্যাটারি এবং অ্যাডভান্স ডিসপ্লের জন্য এগিয়ে থাকতে পারে। তবে ভ্যানিলা মডেলেও প্রিমিয়াম ডিজাইন এবং পারফরমেন্সের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কারণ এটি প্রো মডেলের তুলনায় কম দামে লঞ্চ করা হবে।
আপনার ফোনের ব্যাটারি কি ফুলে উঠেছে? বিপদ এড়াতে এখনই ৩ সহজ পদক্ষেপ নিন
যারা আগামী মাসে ক্যামেরা, বড় ব্যাটারি, ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর সহ ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Oppo Find X9 সিরিজের অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন পোস্টের মাধ্যমে আপকামিং সিরিজের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস জানিয়ে দেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।